ফেঞ্চুগঞ্জে ১টি লেভেল ক্রসিং মরণফাঁদে পরিণত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৭, ১১:০৮ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে ১টি লেভেল ক্রসিং দীর্ঘদিন থেকে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের পাশে এই লেভেল ক্রসিংটি অবস্থিত।
এ লেভেল ক্রসিংয়ে গেইট ও গেইটরক্ষী না থাকায় যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। মাইজগাঁও বাজার থেকে সল্প সময়ে যানজট মুক্তভাবে সহজেই ফেরিঘাটে যাওয়া যায় বলে চালকদের পছন্দের তালিকার শীর্ষে এই রোড। ফলে দিনদিন এই রোডটি ব্যস্ততম রোডে পরিণত হচ্ছে।
এই ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিয়ে রেল কর্তৃপক্ষ ‘সতর্কীকরণ’ সাইনবোর্ড টানিয়ে তাদের দায় এড়ানোর চেষ্টা করেছে।
অন্যদিকে মাইজগাঁও রেলস্টেশনের পাশের লেভেল ক্রসিংয়ে গেইটরক্ষী থাকার পরেও প্রতিদিন সন্ধ্যার পরে গেইটরক্ষীকে খুঁজে পাওয়া যায় না। সারকারখানা রোডে এই লেভেল ক্রসিংটি অবস্থিত হওয়ায় বড় বড় ট্রাক ও বাসসহ অন্যান্য যান চলাচল বেশি হয়। মাইজগাঁও লেভেল ক্রসিংয়ের পাশের কয়েকজন দোকানদারের সঙ্গে আলাপ করলে তারা বলেন, এই লেভেল ক্রসিংয়ে সন্ধ্যার পর কোন গেইটম্যান থাকে না। চালকদের অসাবধানতার কারণে প্রায় সময় যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।
এ বিষয়ে মাইজগাঁও রেলস্টেশন মাস্টার মোহাম্মদ শাহজানের সাথে কথা বললে তিনি বলেন, কর্মকর্তা সংকটের কারণে রাত্রিবেলা লেভেল ক্রসিং গেইটে কোন গেইটরক্ষীরা থাকেনা।