সিলেটে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ৬:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। বিয়ানীবাজারের আলীনগরে ট্রাক চাপায় এ ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চত্রবর্তী সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।