ফেইসবুকে বঙ্গবন্ধুর ভাষণ বিকৃতি করে বিপাকে সাইমন : ফেঞ্চুগঞ্জ থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ২:২৩ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে বিকৃতি করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
গত ৭মার্চ রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস এই সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। সাধারণ ডায়েরি নং (২৮৫)।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করা হয়, আল সালেহী সাইমন নামের একটি ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের একটি অংশ নিয়ে ব্যঙ্গ করা হয়। সেখানে লেখা হয় “রক্ত যখন নিয়েছি রক্ত আরো নেব, এদেশের মানুষকে ধ্বংস করে ছাড়বো, ইনশাআল্লাহ, এই বাণী কার???’’
এদিকে বঙ্গবন্ধু ৭মার্চের ভাষণ ব্যঙ্গ করায় বিপাকে পড়েছেন আল সালেহী সাইমন।
তিনি সমালোচনায় পড়ে তাৎক্ষণিক ভাবে বঙ্গবন্ধু ভাষণ বিকৃতি করা স্ট্যাটাসটিও ফেইসবুকের টাইমলাইন থেকে মুঁছে ফেলেন। পরে পৃথক একাধিক স্ট্যাটাসের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চান। এ ঘটনার পর থেকে ফেঞ্চুগঞ্জ সচেতন মহলে তোলপাড় শুরু হয়। সাইমন তার ফেইসবুকের একটি স্ট্যাটাসে লিখেন, আমি স্বজ্ঞানে স্বীকার করছি যে, আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের যে পোষ্ট দিয়েছিলাম। তা এত বড় আকারে আপনাদের মনে আঘাত করবে এটা আমি ভাবতে পারিনি। আর এ ষ্ট্যাটাসটি ব্যঙ্গাত্মক হয়ে যাবে আমি বুঝিনি। আমি দেশের নাগরিক হিসাবে বঙ্গবন্ধুকে মানি ও সম্মান করি। আমি আন্তরিক দু:খিত। ভূল কে ভূল হিসাবে দেখে আমাকে ক্ষমা করে দিবেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। এ একাউন্টি ব্যবহারকারীকে খুঁজতে পুলিশ ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছে।