বালাগঞ্জে মাঠ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ১২:৪১ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৯ মার্চ বিকালে বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর গ্রামে মাঠ দিবস ২০১৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। বালাগঞ্জ ইউএনও প্রদীপ সিংহের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান আহমদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, সফল মৎস্যচাষী আব্দুর রকিব, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন, চাষী মুহিবুর রহমান প্রমুখ।শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ মুহিবুর রহমান, গীতাপাঠ করেন রাখাল চন্দ্র রায় এসময় চাষী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খোজ নিয়ে জানা যায় এই প্রথম মৎস্য বিভাগ থেকে মাঠ দিবস পালন করা হয়।