খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় তাওয়াফ করলেন সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৭, ১০:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘ জীবন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির দ্বারা গনতন্ত্র পুর্নরুদ্বারের সফলতা কামনা করে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে শত শত নেতা কর্মী।
আহমদ আলী মুকিবের নেতৃত্বে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা একত্রিত হয়ে গত রাতে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। আহমদ আলী মুকিব জানালেন, তারা প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে লাব্বায়েক লা শরীক ধবনির সাথে তাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুর্নরুদ্বার ও আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সর্ব শক্তিমান আল্লাহর সাহায্য কামনা করেছেন।
আহমদ আলী মুকিব আরো জানালেন, তারা সকলে মিলে আল্লাহর ঘর তাওয়াফের সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং প্রিয় নেতা তারেক রহমানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে মোনাজাত করেছেন।
আহমদ আলী মুকিব জানালেন তাদের এই তাওয়াফ এবং মোনাজাত তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে বিশেষ প্রয়াস ।