গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বার্মিংহাম খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ আমীরে মজলিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা ইসহাক,মহাসচিব বিশিষ্ঠ অর্থনীতিবীদ ,লেখক ও গবেষক ড: আহমেদ আব্দুল কাদের , হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতী মহাম্মদ ওয়াক্কাস সহ শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা প্রতিবাদে।
খেলাফত মজলিস বারমিংহাম শাখা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গতকাল মঙ্গলবার শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান সাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায়। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি মাওলানা তাজুল ইসলাম বলেন অবিলম্বে গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহার না করলে সরকারের জন্যে মারাত্মক পরিনতি অপেক্ষা করছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম এর সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মিডল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, সৈয়দ কবির আহমদ।মাওলানা আনছার উদ্দিন, মাওলানা কাউসার আহমদ, কারী আব্দুল্লাহ, হাফেজ হুসাইন আহমদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, হাজী হান্নান উল্লাহ, হাজী মুহসিন আহমদ, হাজী তাজর আলী প্রমুখ।