সিলেটে পাথর উত্তোলনের সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৭, ৮:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় বুধবার সকালে পাথর উত্তোলনকালে গর্ত ধসে মাটি চাপায় মোস্তাকিন মিয়া (২০) নামের এক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
নিহত শ্রমিক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। তিনি এক সপ্তাহ ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় কলোনীতে বসবাস করছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তে শ্রমিকের কাজ করার সময় গর্ত ধসে মাটি চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক মোস্তাকিনের।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।