সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হাইয়েস, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ৬:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমায় একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অজ্ঞাত (১৮) একজন নিহত হয়েছেন। শনিবার ভোর চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) রিপন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সিলেটগামী দ্রুতগতীর একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ ১৫৫৮৯২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ীটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এসময় ১৮ বয়সী একজনের মৃত্যু হয়।তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দূর্ঘটনা কবলিত গাড়ীটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এঘটনায় আর কেউ আহত হননি বলেও জানান তিনি।