সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় সুনামগঞ্জ জেলার ষোলঘর পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে এসআই ইমতিয়াজ, প্রদীপ কুমার সরকার, এএসআই আক্তার হোসেন, হান্নানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেন।
মাহমুদুর রহমান দেলোয়ার সুনামগঞ্জের ষোলঘর এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী।
শিবিরের এই সাবেক সভাপতিকে শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।