নগরীর পাঠানটুলায় মা-মেয়েকে মারধর করে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর পাঠানটুলা লন্ডনী রোডস্থ হবি মিয়ার দোকানের সামনে জয়নুত বেগম (৬৫) ও তার মেয়ে স্কুল শিক্ষীকা নাসরিন আক্তার (৩৭)-কে মারধর করে স্বর্ণ, মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে ৩-৪জন ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) রাত আনুমানিক ২টায় লন্ডনী রোডস্থ হবি মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মহিলা পাঠানটুলা লন্ডনী রোড আবাসিক এলাকার বাসিন্দা।
ছিনতাইকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে এয়ার্পোট থানার ভারপাপ্ত অফিসার ইনর্চাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাজন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। তবে, সে এই ঘটনার সাথে জড়িত কিনা আমার খতিয়ে দেখছি। ছিনতাইকারীদের ধরা ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।