সিলেটে রাজনীতির হালচাল : ফুরফুরে আওয়ামী লীগ, প্রাণহীন বিএনপি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ৭:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে শক্তিহীন, প্রাণহীন অবস্থায় আছে বিএনপি। রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলেও সিলেটে শক্তি বাড়াতে পারেনি বিএনপি। আন্দোলন কিংবা দলীয় কর্মসূচীতে প্রেস বিজ্ঞপ্তিতেই তৃপ্তির ঢেকুর তুলেন বিএনপি নেতারা। এদিকে দলীয়ভাবে সিলেট আওয়ামী লীগ এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। ফুরফুরে অবস্থানে আছে এ দলটি। ফাঁকা মাঠে প্রতিনিয়তই নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছে দলটির নেতাকর্মীরা।
সিলেটে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আছে অস্তিত্ব সংকটে। আন্দোলনের মাঠে একসাথে মাঠ কাঁপানো তো দূরের কথা অনৈক্যের কারণে নেতাকর্মীরা আছেন দ্বিধাদ্বন্দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রচারণায় সিলেটের মাঠে আওয়ামীলীগের শক্ত অবস্থান থাকলেও বিএনপি আছে লুকিয়ে। সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগের প্রায় ডজনখানেক নেতা প্রার্থীতার জানান দিচ্ছেন। এদিকে সিলেট বিএনপিতে খন্দকার মুক্তাদির ছাত্রদল নিয়ে কিছুটা সরব থাকলেও অন্য প্রার্থীরা পুরোটাই নীরব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশে এলাকার জনগণের সঙ্গে মেলামেশার পাশাপাশি বিরোধী পক্ষের কেউ যেন মাঠ দখল করতে না পারে সে দিকে নজর রেখে সরব রয়েছেন সিলেট আওয়ামীলীগের নেতারা। সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সফলতা তুলে নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের পদচারণা পড়ছে প্রতিনিয়ত। জনসম্পৃক্ততা বাড়াতে সভা, সমাবেশ আর সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি লক্ষ্যণীয়।
আওয়ামী লীগ নেতারা বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরছেন তৃণমূলের সাধারণ জনতার সামনে। আবার যাতে কোনো নেতার কারণে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সফলতায় বিঘ্ন না ঘটে সে দিকেও তিক্ষ্ন দৃষ্টি রাখছেন তারা। অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই দুর্বল মনে করছেন না নির্বাচনী মাঠে পড়ে থাকা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। তারা মনে করেন, সিলেটেও বিএনপি’র একটা অবস্থান রয়েছে। তাই তাদেরকে দুর্বল মনে না করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভাবমূর্তি আরো উন্নত ও গতিশীল করার চেষ্টায় আছেন সিলেট আওয়ামী লীগের সম্ভাব্য এসব প্রার্থীরা।
আওয়ামী লীগের প্রায় ডজনখানেক নেতা সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে মাঠে পড়ে থাকলেও এ ক্ষেত্রে বিএনপি’র কোনো নেতাদের মাঠ পর্যায়ে দেখা মিলছে না। অনেকটা প্রাণহীন অবস্থায় রয়েছে বিএনপি। জানা যায়, দলের হাই কমান্ডের ওপর মান অভিমানে জেলার বেশ কয়েকজন নেতা রাজনীতিতে রয়েছেন নিষ্ক্রিয়। এদিকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে থাকা সিলেট বিএনপির নেতারা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপিতে অনৈক্য নেই, তবে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে বলে সিলেট বিএনপির কমিটিতে থাকা কয়েকজন নেতা সুরমানিউজকে জানান – আগের চেয়ে সিলেটে বিএনপির অবস্থান অনেক সুদৃঢ় ও মজবুত। আন্দোলন সংগ্রামে থাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে একের অধিক মামলার খড়গ ঝুলছে। সিলেটের বিএনপির নেতাকর্মীদের উপর প্রায় ৪ শতাধিক মামলা রয়েছে। তাছাড়া পুলিশের মারমুখী আচরণ, গণগ্রেফতার, মামলার কারণে নেতাকর্মীরা শক্ত অবস্থানে যেতে পারছে না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান জানান, গণমানুষের দল আওয়ামী লীগ বিগত সময়ের মত এখনো মাঠে আছে। দলীয়ভাবে সিলেট আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী। সারা দেশের ন্যায় সিলেটে তৃণমূলের দখলে থাকা মাঠের নেতা-কর্মীরা বেশ চাঙা ও উজ্জীবিত। সরকারবিরোধী যে কোনো আন্দোলন মোকাবিলা করার মতো আছে বলে বিগত দিন থেকে সিলেট আওয়ামীলীগ তা জানান দিচ্ছে।
সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ সুরমানিউজকে জানান, বিভাগজুড়ে তৃণমূল বিএনপি এখন অনেকটা শক্তিশালী। নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দেয়ার প্রস্তুতি চলছে। কাউন্সিলের মাধ্যমে সিলেটে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে।