শ্রীমঙ্গলে মডেল একাডেমী স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১:০১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল শহরতলীর মডেল একাডেমী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহবুবুল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক ভূইয়া।
সম্মানিত অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবির, রামনগর মণিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানী দেবী, কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হা বায়েছ ও পলী চিকিৎসক সমিতির সভাপতি মামুনুর রশীদ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। – বিজ্ঞপ্তি