সিলেট এমসি কলেজে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমসি কলেজের দর্শন বিভাগের ছাত্র ও মহানগর ছাত্রদলের সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিনের উপর হামলা ও তার মোটর মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এমসি কলেজ ছাত্রলীগ নেতকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।
তিনি অভিযোগ করেন, ‘ছাত্রদল নেতা মুকিত তুহিন কলেজ ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের হোসাইন আহমদ, সুশান্ত শেখর দাসের নেতৃত্বে ৮-১০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশের সামনে এই হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী বলেন- এমন কোন অভিযোগ নিয়ে থানায় এখনো কেউ নিয়ে আসেনি। ক্যাম্পাসে এমন কোন ঘটনা বলেও তার জানা নেই।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মুন্সী।