হবিগঞ্জে দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো গরু, ছাগল ও হাঁস
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫৩,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৭
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের ঘরে দেওয়া আগুনে একটি গরু দুটি ছাগল বেশ কিছু হাঁস মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
এ অভিযোগ থানায় করে বিপাকে পড়েছে একটি নিরীহ পরিবার। দুবৃর্ত্তদের দেওয়া আগুনে একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি। উপজেলার আমবাড়িয়া গ্রামে গত বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
মাধবপুর উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান বৃহষ্পতিবার দুপুরে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উলেখিত গ্রামে আবুল কাশেমের স্ত্রী আঙ্গুরা বেগমের সঙ্গে প্রতিবেশি আবুল বাশারের জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ৭ জানুয়ারী সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আঙ্গুরা খাতুন ও তার ছেলে আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বুধবার ভোর রাতে আঙ্গুরার বসত ঘরে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে একটি গরু দুটি ছাগল সহ ঘরের মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় আঙ্গুরা খাতুন প্রতিপক্ষ আবুল বাশারকে প্রধান আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এটি তদন্তের জন্য মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল হাসানকে দেওয়া হয়। কেন অভিযোগ করা হল এজন্য প্রতিপক্ষের লোকজন আঙ্গুরার পরিবারকে হুমকি দিয়ে আসছে। নিরীহ পরিবারটি এখন নিরাপত্তা হীনতায় ভুগছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন বলেন, এ ব্যাপারে আঙ্গুরা খাতুনের কাছ থেকে একটি অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে এসআই কামরুলকে নির্দেশ দেওয়া হয়েছে।