হবিগঞ্জ টেক্সটাইল মিলে ড্রাম বিস্ফোরণ, ৬ শ্রমিক অসুস্থ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ৩:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জ টেক্সটাইল মিলের হাইড্রোজের পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে ৬ শ্রমিক অসুস্থ হয়েছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবিগঞ্জ টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা হলেন- শিমুল (২৮), জসিম (৩০), আতিক (২৫), শহীদুল ইসলাম (২৪), তারেক (২৫), রিমু (২৫)।
শ্রমিক লাউছ মিয়া ও আব্দুল খালেক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবিগঞ্জ টেক্সটাইল মিলের হাইড্রোজের পারক্সাইডের ড্রাম বিস্ফোরণ ঘটে। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী জানান, হাইড্রোজেন পারক্সাইডের ড্রাম বিস্ফোরণে অসুস্থ ৬ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্যাস ক্রিয়া থাকায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয়েছে।