শ্রদ্ধা নিবেদনের জন্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ৩:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। পরে শহীদ মিনারের স্থাপিত অস্থায়ী মঞ্চে রাখা হয় কফিন। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটের সময় তার মরদেহবাহী হেলিকপ্টারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। সেখান থেকে সরাসরি নিয়ে আসা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
এসময় সাথে ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ।
এদিকে, সকাল থেকে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনার এলাকায় ভীড় করেন দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ইতিমধ্যে শহীদ মিনারের বাইরে লম্বা লাইনের কারনে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
সিলেটে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেয়া হবে সুরঞ্জিতের নিজ জেলা সুনামগঞ্জে। দুপুর একটার দিকে তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল তিনটায় দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দিরাইয়ে হবে তাঁর শেষকৃত্য। শেষকৃত্যের আগে মুক্তিযোদ্ধা সুরঞ্জিতকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।