মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২:০৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫৫ জন চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রশিদাবাদ চা বাগানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
রশিদাবাদ চা বাগানের মন্ডপ টিলায় শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনকল্যাণ সোসাইটির সভাপতি সুজিত চন্দ্র নাথের সভাপতিত্বে ও সদস্য রিপন দেব নাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন, চা বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, সোসাইটির সাধারণ সম্পাদক পালেন্দ্র দেব নাথ, আরকে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, রশিদাবাদ চা বাগান ছাড়াও জনকল্যাণ সোসাইটির উদ্যোগে উপজেলার সমনভাগ, লক্ষীছড়া, কাটাজঙ্গল, কেরামতনগর, ছোটলেখা চা বাগানের ১৯৫ জন চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।