রাজনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে টিলাগড়ে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান রাজনের উপর হামলাকারী চিহ্নিত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে টিলাগড়ে মানবন্ধন করেছে বৃহত্তর টিলাগড় এলাকাবাসী।
শুক্রবার বিকেলে টিলাগড়ের ঐতিহ্যবাহী শাপলা সংঘ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘টিলাগড় এলকার শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীরা রাজনের মতো একজন দক্ষ সংগঠকের উপর নৃশংষ কায়দায় হামলা চালিয়েছে। এই অপরাধী দূর্বৃত্তরা সমাজের চিহ্নিত। এরা আজ রাজনের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সদা হাস্যউজ্জল রাজন আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। বেঁচে গেলেও এই বেঁচে থাকা হবে রাজনের জন্য আরো দূর্বিষহ। যাদের কারনে রাজনের এই অবস্থা সেই সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা রাজনের উপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। এর মধ্যে গ্রেফতার না আরো বৃহৎ কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
শাপলা সংঘের সিনিয়র সহ-সভাপতি রোমেল আহমদ’র সভাপতিত্বে মাববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার, শাপলাবাগ বহুমূখি উন্নয়ন সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক ইমাদাদুল হক খালেক, সিলেট মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক মুশফিক যায়গিরদার, মহানগর ব্যবসায়ী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক অপু তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সামাদ আহমদ, ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, শমসের আলি সারো, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ছফু, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ওয়ালী উল্লাহ বদরুল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এস আর রুমেল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এইচ এম কামরুল ইসলাম, শাপলা সংঘের সদস্য শামিম আহমদ, আব্দুর কাইয়ুম লিটন।
উপস্থিত ছিলেন- দেওয়ান মুরাদ হাসান, শাহআন আহমদ, মুরাদ আহমদ, শাপলা সংঘের সাবেক সভাপতি কামাল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক রানু মিয়া, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ইবাদুর রহমান ইব্বান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহের ফাহিম, ক্রিড়া সম্পাদক মধু মিয়া, ইশ্তিয়াক চৌধুরী ও মাসাফি প্রমুখ।