শাবিতে বাজে আচরণের প্রতিবাদ করায় সিনিয়র ভাইকে পেটালো ছাত্রলীগকর্মী
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগকর্মী শিহাব শাহরিয়ার রাহাত। এ ঘটনায় প্রক্টরীয়াল বডির কাছে লিখিত অভিযোগ করেছে ওই সাবেক শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে ঘুরতে গেলে বাজে আচরণ করে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী রাহাত। প্রতিবাদ করলে তাকে মারধর করে ও দেখে নেয়ার হুমকি দেয় রাহাত। এ সময় সে নিজেকে ছাত্রলীগকর্মী বলে পরিচয় দেয়।
এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে সহকারী প্রক্টর জাহিত হাসান অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি দু:খজনক। তার উপযুক্ত শাস্তির জন্য আমরা সুপারিশ করব।
অভিযোগের বিষয়ে রাহাত জানায়, আমি কারো সাথে খারাপ আচরন করি না।