জগন্নাথপুর উপজেলা : অবশেষে অবসান হল সেই অপেক্ষার
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ৩:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সকল আইনী জটিলতা শেষ হওয়ার পরও তিন বছর ধরে আটকে ছিল নির্বাচন। অবশেষে অবসান হল সেই অপেক্ষার অবসান হলো। এছাড়া এবারই প্রথমবারের মতো এই উপজেলাতে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বুধবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ উপজেলার উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে জানানো হয়েছে নিবার্চনে অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের ৯ ফেব্রুয়ারির মধ্যে রির্টানিং অফিসার/সহকারী রির্টানিং অফিসারের নিকট/অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ মার্চ।
এবারই প্রথমবারের মতো এই দু’টি উপজেলাকে শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে দীর্ঘদিন ধরে নির্বাচন বঞ্চিত থাকা জগন্নাথপুর উপজেলাবাসী নানামুখি সমস্যার মধ্যে রয়েছেন। থমকে আছে উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডও।
উপজেলার বাসিন্দারা জানান, অর্ধযুগের বেশি সময় আগে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ উপজেলা নির্বাচন। নির্বাচনের পর কয়েকটি কেন্দ্রে পুননির্বাচনের আবেদন করে একটি মামলা করেন প্রার্থী মিন্টু রঞ্জন ধর। তার মামলার প্রেক্ষিতে শুধুমাত্র শাহারপাড়া পুননির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ওই নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান পদে বিজয়ী হন বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হরমুজ আলী বলেন- দীর্ঘদিন পর উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় উপজেলাবাসী আনন্দিত। পুরো উপজেলা জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তিনি বলেন- গণতন্ত্রের মূল উপাদান নির্বাচন। তফসিল ঘোষনার মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে। জনগণের মতের মূল্যায়ন হবে।