ওলিকুল শিরোমণি আল্লামা গহরপুরীর স্মৃতি বিজড়িত মাদ্রাসার ১০ সালা দস্তারবন্দী আজ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ৪:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওলিকুল শিরোমণি আল্লামা গহরপুরীর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও ষষ্ঠ পাগড়ি প্রদান তথা কওমী গ্র্যাজুয়েশন আজ । সম্মেলনে জামিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন স্মারক হিসেবে পাগড়ি ও এরাবিয়ান আবা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেকের জন্য থাকবে বিভিন্ন উপহার সামগ্রী।মাদরাসাটি থেকে পড়াশোনা সম্পন্ন করে শিক্ষার্থীরা এখন দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পাগড়ি প্রদান করবেরন ভারতের জমিয়তে উলামায়ে ইসলামের সদর ও দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস সৈয়দ মাওলানা আরশাদ মাদানী। এছাড়াও দেশের শীর্ষ আলেম ও ইসলামি চিন্তাবিদসহ বিশ্বের কয়েকটি দেশের ইসলামিক স্কলাররা যোগ দেবেন। রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন। বেলা ১১টায় শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলবে সম্মেলন। দেশি-বিদেশি মেহমানরা মূল্যবান বয়ান পেশ করবেন।
গতকাল এই ঐতিহ্যবাহী মাদ্রাসার শেষ প্রস্তুতির খোঁজখবর নেন সিলেট বালাগঞ্জ ও ওসমানীনগরের উলামা মাশায়েখরা। দয়ামীর মাদ্রাসার মুহতামীম মাওলানা মুশাহিদ দয়ামীরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ছানাওর ও মাওলানা মুক্তার আহমেদ পরিদর্শন শেষে সুরমা নিউজকে জানান, সকল প্রস্তুতি আল্লাহর রহমতে সম্পন্ন হয়েছে। প্রত্যাশা সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।
উল্লেখ্য, প্রখ্যাত বুজুর্গ আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ৬০ বছর পদার্পণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শায়খুল হাদিস আল্লামা হাফেজ নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. ছিলেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি। দেশের প্রভাবশালী বুজুর্গ এই আলেম সারা দেশের ইসলামি অঙ্গনে অভিভাবক হিসেবে গণ্য হতেন। ১৯৫৭ সালে তিনি নিজ গ্রাম বালাগঞ্জের গহরপুরে বিখ্যাত এই দীনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতি বছর এই জামিয়া থেকে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা সম্পন্ন করে মাওলানা ডিগ্রি লাভ করেন। প্রতি ১০ বছর পরপর সম্মেলনের মাধ্যমে এই জামিয়া থেকে পড়াশোনা সম্পন্ন করা আলেমদের সম্মাননা স্মারক পাগড়ি প্রদান করা হয়। এর আগে ২০০৭ সালে ১০ সালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পাগড়ি প্রদান সম্মেলন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হিসাবে দায়িত্বরত রয়েছেন আল্লামা গহরপুরী রহ.’র সুযোগ্য সন্তান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।