দীর্ঘ চারমাস পর সিলেটে খাদিজা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ৭:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দীর্ঘ চার মাস পর সিলেট ফিরলেন কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়েছিল। এর পর সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার বেলা আড়াইটায় বিমানযোগে সিলেট এসে পৌঁছান খাদিজা। পরে সেখান থেকে ২টা ৪০ মিনিটের সময় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
আগামীকাল সিলেট আদালতে বদরুলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তিনি।
প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হলে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম।
এরপর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তারপর থেকে খাদিজা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখানে কয়েক ধাপে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসা ও পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।