স্বরসতী দেবীর আরাধনায় মুখর হয়ে ওঠেছে সম্প্রীতির নগরী সিলেট
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ৫:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে এসেছেন বিদ্যাদেবী স্বরস্বতী। তাই বুধবার সকাল থেকেই দেবীর আরাধনায় মুখর হয়ে ওঠেছে সম্প্রীতির নগরী সিলেট। সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্ণিল সাজে সজ্জিত হয়েছে অস্থায়ী মন্ডপ। আর সেখানে জ্ঞানার্জনের দেবীর চরণে শ্রদ্ধার্ঘ আর পুষ্পমাল্য অর্পণ, বাণী পাঠের মধ্য দিয়ে স্বরস্বতী দেবীর পূজা অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন অগণিত ভক্ত এবং শিক্ষার্থী। তাই তো পূজা অনুষ্ঠানটি অন্যতম উৎসবের আমেজে পরিণত হয়েছে।
পূজা ছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন পাড়া-মহল্লা, বাসা-বাড়িতে চলছে পূজার অনুষ্ঠান। এতে শিশু, কিশোর, তরুণ ও বৃদ্ধ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান উৎসব হচ্ছে স্বরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পারিবারিক ভাবেও ধুমেধামে এই উৎসব পালিত হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিদ্যাদেবীর আরাধনার সঙ্গে উৎসবে মেতে ওঠেন।
এদিকে, পূজা আয়োজন নির্বিগ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ বানার্জী।