এমসি কলেজে ছাত্রদলকে ধাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ আদালতের
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ৩:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের এমসি কলেজে ছাত্রদলকে ধাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ ঘটনার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে সিলেট মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছেন।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ২৫ ধারার ক্ষমতাবলে বিচারিক হাকিম এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট শাখা এ আদেশের বিষয়টি নিশ্চিত করে জানায়, আদেশে আরও বলা হয়, ‘সিলেট এমসি কলেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা বারবার জাতীয় পত্রিকার শিরোনাম হচ্ছে। এ ঘটনা জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি চরম হুমকিস্বরূপ। উল্লিখিত কারণে ও অবস্থার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারা, কীভাবে দায়ী, তা শনাক্তপূর্বক সংঘটিত ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন মনে করি। বিধায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনার একটি উপযুক্ত তদন্ত করে পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করতে বলা হলো।’
আদেশে ঘটনার তদন্ত অতিরিক্ত পুলিশ কমিশনারের নিচের কোনো পদের কর্মকর্তাকে দিয়ে না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
সিলেট মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন।