জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ১৭টি ক্রাশার ও শ্যালো মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৫টি ক্রাশার (পাথর ভাঙ্গার যন্ত্র) মেশিন উচ্ছেদ ও পিয়াইন নদী থেকে পাথর উত্তোলনের দায়ে ২টি শ্যালো মেশিন ধ্বংস এবং পাথর তোলার ৪টি গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জাফলং পিয়াইন নদী ও সিলেট তামাবিল মহা সড়কের গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়। গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে এ অভিযান চলে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মনসুর আলম, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো. হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই হারুনুর রশিদ ও মনজুরুল ইসলাম সহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য।
ইউএনও গোয়াইনঘাট মোঃ সালাহ উদ্দিন বলেন- পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ১৫টি ক্রাশার মেশিন, ২টি শ্যালো মেশিন ধ্বংস ও পাথর তোলার ৪টি গর্ত ভরাট করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের টস্কেফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।