ডিআইজির দায়িত্বে থেকেও কামরুল এখনও সিলেটের পুলিশ কমিশনার!
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৭, ১০:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার ছিলেন কামরুল আহসান। তাকে বদলি করে সিলেট রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্বে তিনি যোগদানও করেছেন। এমএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন গোলাম কিবরিয়া। কিন্তু মহানগর পুলিশের ওয়েবসাইটে এখনও কামরুল আহসানকে ‘কমিশনার’ হিসেবে দেখানো হচ্ছে।
সোমবার রাত ১০টার দিকে এসএমপি’র ওয়েবসাইট http://sylhetmetropolitanpolice.com/ -এ ঢুকে দেখা যায়, একেবারে হোম পেজেই মহানগর পুলিশের কমিশনার হিসেবে কামরুল আহসানের ছবি ও পরিচয় রয়েছে। এছাড়া সাইটটিতে অনেক তথ্যই পূর্ণাঙ্গ নেই।
এ ব্যাপারে কথা বলতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ বানার্জীকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার আদেশে কামরুল আহসানকে এসএমপি কমিশনার থেকে বদলি করে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়। একইদিন পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক গোলাম কিবরিয়াকে এসএমপি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।