সিলেটে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা, রাজনের অবস্থা গুরুতর
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৭, ৪:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তিনজনের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রহমান চৌধুরী রাজনের অবস্থা আশংকাজনক। আহতদের বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুরুতর আহত রাজনের ভাই এডভোকেট গোলাম সোবহান চৌধুরী জানান, হামলায় রাজনের হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার দুই পায়েও কোপানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে সাবেক ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি রাজন, ছাত্রলীগ কর্মী মাবরুর ও তানিম আড্ডা দিচ্ছিলেন। এসময় মুখোশ পরিহিত ৩-৪ জন যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের মধ্যে গোলাম রহমান চৌধুরী রাজনের অবস্থা আশংকাজনক বলে জানান তার বড় ভাই গোলাম সোবহান চৌধুরী।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।