মৌলভীবাজারে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ১০:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন।
সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। এতে জেলায় কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার টিভি জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পানাœ দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমসাদ, এশিয়ান টিভির এম এ হামিদ, মাই টিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে, ইন্ডিপেন্ডেন্ট টিভির আব্দুর রব, যুগান্তরের হোসাইন আহমদ, সালাউদ্দিন ইবনে শিহাব প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন করে গণতন্ত্রের বিকাশ ঘটানো যাবেনা। সংবাদকর্মীদের নিরাপদ কর্মক্ষেত্রের পরিবেশ বজায় রাখার আহবানও জানান তারা।