সিলেটে আলোচিত শিশু রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্সের শুনানি শুরু
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ১০:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যায় মামলার মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর আহমেদ।
দেশের ইতিহাসে বিচারিক আদালতে স্বল্প সময়ে বিচার নিশ্চিত হওয়ার পর হাইকোর্টেও দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হয় শিশু রাজন হত্যা মামলার। তাছাড়া এ মামলায় কামরুলসহ চার আসামিকে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল থাকবে কি না- তা জানা যাবে এই শুনানি শেষে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের আগে হাই কোর্টের অনুমতি নেওয়াকে ডেথ রেফারেন্স বলে। প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত এ মামলার পেপারবুক প্রস্তুত করার পর ২০১৫ সালের নভেম্বরে তা হাই কোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাই কোর্টে আপিল করেন।
২০১৫ সালের ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। ঘটনার তীব্রতায় বাধ্য হয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জনতার স্বতঃস্ফূর্ত সহায়তায় একে একে গ্রেফতার হয় রাজনের ঘাতকরা।
মাত্র ১৭ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে একই বছরের ৮ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই মামলায় রায় ঘোষিত হয়। এতে প্রধান হোতা কামরুলসহ চারজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন, তিনজনের সাত বছরের কারাদণ্ড, দুইজনের এক বছরের কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।