সিলেটে স্বামীকে কিডনি দিয়ে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ৮:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথের এক গৃহবধূ ও চার কন্যাসন্তানের জননী নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বাঁচাতে দিয়েছেন নিজের একটি কিডনি। স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের আতিকুর রহমানের স্ত্রী বিলকিছ বেগম। কিন্তু বর্তমানে মাত্র এক লাখ ৫০ হাজার টাকার জন্য তার স্বামীকে সুচিকিৎস্যা দিতে পারছেন না। একদিকে স্বামীর চিকিৎসা আর অন্যদিকে তিন সন্তান নিয়ে ওই হতভাগিনী দিশেহারা হয়ে পড়েছেন। বিয়ের পর তাদের সংসারে আসে চার কন্যা। প্রায় বছর তিনেক আগে বড় মেয়েকে বিয়ে দেয়া হয়। বর্তমানে ওই পরিবারে তিন কন্যা ও স্বামী-স্ত্রীসহ মোট সদস্য সংখ্যা পাঁচজন। স্বামীর চিকিৎসা দেয়া তো দূরের কথা মেয়েদের পড়ালেখা আর পরিবারের আহার জোগানও বিলকিছ বেগমের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বামীকে বাঁচাতে দেয়া তার সেই কিডনিতেও ভাইরাসজনিত কারণে সমস্যা দেখা দিয়েছে। ফলে নতুন করে স্বামীর জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয়ে উঠেছে। কিন্তু বিলকিছ বেগমের হাতে নেই কোনো টাকা। মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার ব্যবস্থা হলে চিকিৎস্যার মাধ্যমে নিজের স্বামীকে দেয়া সেই কিডনিটি আবারও সচল হয়ে যাবে বলে তিনি জানান। আর তাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে একটি প্রাণ। পাশাপাশি হাসি-আনন্দে ফিরে আসবে গোটা একটি পরিবারে। এ অবস্থায় স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসার এই দৃষ্টান্তকে একটু সহানুভূতি আর প্রয়োজনীয় সহযোগিতা করা সমাজের সব হৃদয়বানদের একান্ত কাম্য বলে মনে করেন অনেকেই।