এক মাসের মাথায় ফেঞ্চুগঞ্জে আবারও দুর্ধর্ষ ডাকাতি : ৮ লক্ষ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ২:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
এক মাসের মাথায় ফেঞ্চুগঞ্জে আবারও ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত মধ্য রাতে ডাকাতদের সংঘবদ্ধ দল হানা দেয় ফেঞ্চুগঞ্জ সুলতানপুরের আব্দুস শহিদ তানু মিয়ার বাড়িতে।
এসময় ডাকাতরা ১০ ভরি সোনা, ৮ টি মোবাইল সেট সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়।
তানু মিয়া জানান, রাত প্রায় তিনটায় ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সবাইকে মারধর করে বেঁধে ফেলে এবং ১০ ভরি সোনার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে তারা আলমিরার চাবি দিয়ে দেন। ৮/১০ জনের অস্ত্রসজ্জিত ডাকাত দল প্রায় ঘন্টাখানিক লুটপাট চালিয়ে হাওরের পাশ দিয়ে চলে।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এসআই সবুজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও অভিযোগ নেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির এক জন বলেন, ডাকাতরা স্থানীয়ই হবে না হলে ১০ভরি সোনার কথা বলে কি করে? আর এ বাড়ির রাস্তায় ট্রাক পিক আপ ঢুকার সুযোগ নাই, ডাকাতরা হেটেই আসেছে ওভাবেই গেছে।
তানু মিয়ার ছেলে ফরহাদ বলেন, তিনি সন্দেহজনক নাম দিয়ে অভিযোগ করবেন।
উল্লেখ্য, মাস খানিক আগেও পার্শ্ববর্তি গঙ্গাপুরে এক রাতে দুই প্রবাসীর বাড়িতেও ডাকাতি সংঘটিত হয়।
এলাকাবাসী ক্ষোভ করে বলেন, ফেঞ্চুগঞ্জ উত্তরে ৪ ও ৫ নং ইউনিয়নে গ্রাম পুলিশ নাই
গ্রাম পুলিশ থাকলে কিছুটা সহায়তা হত।