কুশিয়ারায় জনির লাশ, সন্ধান পাচ্ছেন না কেউ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ২:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জনি রানী দাস (২৬)। সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের দক্ষিণ আলমপুরের রঙ্গেশ দাসের স্ত্রী। গত শুক্রবার থেকে তার কোন খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।
রবিবার দুপুরে পাশ্ববর্তী কুশিয়ারা নদী দিয়ে এক নারীর মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। তখন অনেকেই মরদেহটি ছবিও তুলে রাখেন। লোকমুখে ঘটনাটি শুনার পর ছবি দেখেন তার পরিবারের সদস্যরাও। তখনই তারা মরদেহটি জনির বলে সনাক্ত করেন।
তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে খবরটিও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মরদেহটিও ভাসতে ভাসতে চলে গেছে বহুদূর। পুলিশও স্থানীয়দের সহায়তায় নদী তীরে খুঁজে বেড়াচ্ছে তাকে। কিন্তু মধ্যরাত পেরিয়ে গেলেও জনির মরদেহের সন্ধান মেলেনি।
স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই খালেদ জানান, এলাকার লোকজন মরদেহটি ভেসে যেতে দেখেছেন এবং ছবিও তুলে রাখেন। পুলিশ এখনও মরদেহটি উদ্ধার করতে পারেনি। তবে নদীতীরবর্তী এলাকাগুলোতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর নাসিরও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।