সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
ঢাকাসহ সারাদেশে সংবাদ কর্মিদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে রোববার দুপুরে স্থানীয় চৌমহনা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাঃ সম্পাদক এম ইদ্রিস আলী, শামিম আক্তার হোসেন, দিপঙ্কর ভট্টাচার্য লিটন, ইয়াসির আরাফাত রবিন, বিকুল চক্রবর্ত্তী, সৈয়দ আমিরুজ্জামান, আতাউর রহমান কাজল, সাইফুল ইসলাম, অনুজ কান্তি দাশ আবুজার বাবলা, হৃদয় দেব নাথ, কবি জাভেদ ভ’ইয়া বক্তব্য রাখেন।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকায় হরতাল চলাকালে পেশাগত দায়িত্বপালনকালে এটিএন নিউজের ২ সংবাদকর্মীর উপর পুলিশি বর্বর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রার্ষ্টের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বহীন মন্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি দাবী জানানো হয়। এসয় সাংবাদিক নেতারা বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও রিমান্ডে নির্যাতনে গভীর উদ্বেগ প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।