সিলেটে পাহাড় ধ্বসে মৃত্যু : ৩ জনের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কোম্পানীগঞ্জে পাহাড় কেটে পাথর তোলার সময় পাহাড় ধ্বসে নিহত আরো তিনজনের গোপনে দাফন করা মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৩ জানুয়ারি পাহাড় ধস ও হতাহতের ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার দেয়া নির্দেশটি রোববার হাতে পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ নির্দেশ দেন কোম্পানীগঞ্জের বিচারিক আদালত।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা যায়, পাহাড় ধ্বসে পাথর শ্রমিক নিহতের ঘটনায় প্রথমে কতজনের মৃত্যু হয়েছিলো তা নিশ্চিত হওয়া যায়নি, তবে তাৎক্ষণিকভাবে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হয় পুলিশ।
ঘটনার অনুসন্ধানে পরবর্তীতে আরো তিনজনের মৃতদেহ নেত্রকোনার সদর উপজেলার বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে বলে জানতে পারে পুলিশ।
বৃহস্পতিবার সিলেটের ওই আদালতে মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।
গোপনে দাফন করা এ তিনজনের নাম জহির, কাদির ও আল হাদি বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। এ তিনজনই নেত্রকোনার সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, পাহাড় ধ্বসের পর দুইজনের মৃত্যু ও দাফনের ব্যাপারে জানতে পারে পুলিশ। পরে আরো তিনজনকে গোপনে দাফন করার বিষয়টি পুলিশের নজরে আসলে ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।