পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ৯:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকায় হরতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চড়াও হয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট এর আয়োজনে এই ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে সিলেটের সকল সংবাদকর্মী ছাড়াও সচেতনমহল অংশ নেন।
এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচিতে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক আমজাদ হোসেন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক দিগেন সিংহ, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকি ও প্রচার সম্পাদক শাকিল আহমদ সোহাগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, পরিবেশ ও হাওর রক্ষা কমিটির সভাপতি কাসমির রেজা, চিত্রশিল্পি আব্দুল বাতেন, শামীমুল ইসলাম শামীম (বাংলা ভিশন), আব্দুর রাজ্জাক (দি ট্রাইবুনাল), শেখ আশরাফুল আলম নাসির( ডেইলি স্টার), আশরাফুল কবির (দেশটিভি), মঞ্জুর আহমদ (ইন্ডিপেনডেন্ট), নাজমুল কবীর পাভেল (নিউজ টুয়েন্টিফোর), ফারুক আহমদ (সকালের খবর), প্রত্যুষ তালুকদার (ডিবিসি), গোলজার আহমদ (চ্যানেল টুয়েন্টিফোর), মারুফ আহমদ (এনটিভি), শ্যামানন্দ শ্যামল (এসএটিভি), গোপাল বর্ধন (ইন্ডিপেনডেন্ট টিভি), আব্দুল আহাদ (সময় টেলিভিশন), শিপার আহমদ ( মোহনা টিভি), নিরানন্দ পাল (যমুনা টিভি), সুবর্ণা হামিদ (চ্যানেল আই), মোয়াজ্জেম সাজু (এশিয়ান টিভি), আনিস মাহমুদ (প্রথম আলো), দিপক বৈদ্য দিপু (চ্যানেল টুয়েন্টিফোর), মামুন হোসাইন (ডেইলি সান), শহীদুল ইসলাম (সকালের খবর), দেবাশীষ দাস (ইকরা-বাংলা টিভি), কমলজিৎ পাল (ইকরা-বাংলা টিভি), হুসাইন আহমদ সুজাত (চ্যানেল এস ইউকে), রাহিন আহমদ (চ্যানেল এস ইউকে), মো. শফিকুল ইসলাম শফি (এটিএন বাংলা ইউকে), এ এম রুবেল (এটিএন বাংলা ইউকে), রাজিব রাসেল (সিলেট টুডে টুয়েন্টিফোর), আহাদ আহমদ (উত্তরপূর্ব), থিয়েটার মুরারিচাঁদের সংগঠক এমরাজ চৌধুরী, সংবাদকর্মী মাহমুদ সামুন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর করেন। এসময় তারা সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও বলেন।