সিলেটে ইউপি সদস্যকে পুলিশের মারধর
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ২:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে এক ইউপি সদস্যকে মারধর করেছে পুলিশ। সিলেট-বিয়ানীবাজার সড়কের আলমপুর পুলিশ ফাঁড়ির সামনে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের পিটুনিতে আহত কামাল আহমদ (কাবুল মেম্বার) দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধঘণ্টা সিলেট-বিয়ানীবাজার সড়ক অবরোধ করে রাখে।
ইউপি সদস্য কামাল আহমদ কাবুল বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিলেট থেকে কুচাই যাওয়ার পথে আলমপুর ফাঁড়ির সামনে তার মোটরসাইকেলের সামনে দিয়ে হঠাৎ দৌঁড় দেয় ২ পুলিশ কনস্টেবল। এ সময় তিনি মোটরসাইকেল আটকে হঠাৎ করে রাস্তায় এভাবে দৌড় দিতে বারণ করলে এক কনস্টেবল ক্ষিপ্ত হয়ে ওঠে। আমার মাথায় থাকা হেলমেট নিয়ে সে আঘাত করে। এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে তারা চলে যায়।
এদিকে ইউপি সদস্যের উপর হামলার খবর পেয়ে এলাকাবাসী সিলেট-বিয়ানীবাজার সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, এ ধরণের ঘটনা শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে।পরে উভয়পক্ষকে মিলিয়ে দেওয়া হয়।