ভোট কেনার টাকা ফেরত পেতে ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে পরাজিত প্রার্থীর আবেদন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৭, ৪:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের সময় প্রার্থীদের কেউ কেউ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন। এমন অভিযোগ লোকমুখে থাকলেও এবার একজন পরাজিত প্রার্থী ভোট কেনার টাকা ফেরত পেতে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নালিশ করেছেন এক সদস্য প্রার্থী। তিনি লিখিত আবেদনে যারা টাকা নিয়েছেন তাদের নাম এবং টাকার সংখ্যাও উল্লেখ করেছেন।
জানা যায়, ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মবশ্বির আহমদ পরাজিত হন। পরে গত ১৯শে জানুয়ারি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে ওই ইউনিয়নের ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪ জন সাধারণ সদস্যের বিরুদ্ধে তাকে ভোট দিবেন বলে মিথ্যা আশ্বাস ও প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ করে তা ফেরত পেতে আবেদন করেন।
তিনি যে হিসাব উপস্থাপন করেছেন তাতে এই ৭ জন ভোটার তার নিকট থেকে মোট পৌনে তিন লাখ টাকা নিয়েছেন। তবে অভিযুক্ত এক সদস্যের (পুরুষ) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ মিথ্যা। এই সদস্য জানান, তিনি ঘটনা জানার পর অভিযোগকারীর ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। অভিযোগকারীর সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি অসুস্থ ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করছেন। এক সাংবাদিক প্রথম এই কথা জানান। অভিযোগ দেখেননি। বলেন আর যদি এই রকম কিছু হয়ে থাকে এটি একজন চেয়ারম্যানের কি করার আছে।