পুলিশের ভয়ে পালাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু : পুলিশ কর্মকর্তাকে ক্লোজ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৭, ১:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাতকে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সোনা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক থানার এএসআই জুয়েলকে সুনামগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
সোনা মিয়া ইউনিয়নের রাউলী গ্রামের মৃত সাজিদ আলীর পূত্র। সোনা মিয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ থাকায় তিনি কদিন ধরে তার আত্মীয় বারগোপী গ্রামের শমসের আলীর বাড়িতে আশ্রয় নেন। বুধবার রাতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জুয়েল অভিযোগকারী রিপনকে সাথে নিয়ে বারগোপী গ্রামে সোনা মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালান। পুলিশের ভয়ে পালাতে গিয়ে বারগোপী গ্রাম সংলগ্ন তেলীহাওরে হুছুট খেয়ে পড়ে তার মৃত্যু হয়।
সোনা মিয়ার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা ছিল না বলে পুলিশ সুত্রে জানা গেছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আফসার ভুইয়া এএসআই জুয়েল ক্লোজ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।