সিলেটে ছাত্রলীগের অস্ত্রের মহড়া : ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৭, ৩:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ব্লু বার্ড স্কুলের তিন শিক্ষার্থীদের উপর হামলার জের ধরে বৃহস্পতিবার রাতে নগরীতে অস্ত্রের মহড়া দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মহড়া দেয় নগরীর সুবিদবাজার এলাকায় ছাত্রলীগের দর্শন দেউরি গ্রুপ এ মহাড়া দেয়। এসময় ছাত্রলীগের কর্মীরা সুবিদবাজার পয়েন্টে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় ও সড়ক অবরোধ করে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরীর সুবিদবাজারের ব্লু-বার্ড স্কুল মাঠে তিন শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে। এতে রাইয়ান, দাইয়ান ও সাজিদ নামে তিন শিক্ষার্থী আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, এই হামলার সাথে ছাত্রদল জড়িত।
এঘটনার জেরে রাতে সুবিদবাজারে প্রায় আধঘন্টা সড়ক অবরোধ করে ছাত্রলীগ। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই কমর উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি জানান, স্কুল শিক্ষার্থী আহত হওয়ার জেরধরে ছাত্রলীগের কর্মীরা সুবিদবাজার পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান জানান, পাঠানটুলা ও সুবিদবাজারে স্থানীয়দের মধ্যে আধিপত্য নিয়ে সমস্যা হয়েছে। তবে ছাত্রলীগের কেউ মহড়া দেয়নি।