সিলেটে ব্লু বার্ড স্কুলের ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৭, ২:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ক্রিকেট টিমের তিন সদস্য।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- রাইয়ান, দাইয়ান ও সাজিদ। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নির্মাণ স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকাল থেকে ব্লু বার্ড স্কুলের ক্যাম্পাসে বিদ্যালয়ের স্কুল ক্রিকেট দলের সদস্যরা প্র্যাকটিস করছিল। সন্ধ্যার কিছু আগে একটি মোটর সাইকেলযোগে দুই যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় ক্রিকেটের বল তাদের গায়ে লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা ছাত্রদের ওপর হামলা চালায়। এতে তিন ছাত্র আহত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।