ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:৪৩,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৭
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ যাত্রী। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুটি গাড়ির আরো আট যাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গ্রমীণফোন কর্মচারী গৌতম (৩০) ও মাইক্রোবাস চালক আল আমিন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা সিলেটগামী মাইক্রোবাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ৫জন ঘটনাস্থলেই নিহত হয়।
মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের সবার নাম পরিচয় এখনো ভালভাবে জানা য়ায়নি।