সিলেটে ছয় পাথর শ্রমিক নিহতের ঘটনায় পুলিশের মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলা (শারপিন টিলা নামে পরিচিত) ধসে ছয় পাথর শ্রমিক নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। দন্ডবিধির ৪৪৭/৩৭৯/২৮৭/৩০২/২০১/১০৯/৩৪ ধারায় করা মামলায় পাঁচজন গর্তমালিকসহ অজ্ঞাত পরিচয়ের আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম এই মামলা দায়ের করেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
মামলার নামোল্লেখ করা আসামীরা হলেন- গর্ত মালিক সোহরাব হোসেন, চেরাগ আলী, আইয়ুব আলী, আঞ্জু মিয়া ও জাহাঙ্গির হোসেন। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় সীমান্তবর্তী শাহ আরেপিন টিলা খুঁড়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। তবু দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এর আগেও এ টিলায় ধসে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত সোমবার সকালে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের সময় ছয় জন নিহত হন বলে স্থানীয়দের দাবি। তবে পুলিশ বলছে, তারা দুটি লাশ পেয়েছে। এঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।