ইজতেমায় আখেরী মোনাজাত সকাল ১০ থেকে ১২ টার মধ্য
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৬, ৫:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সিলেটের ইজতেমা। জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা প্রাঙ্গনে নামছে জনতার স্রোত।
৩২ বছর পর বৃহস্পতিবার ফজর আম বয়ানের মাধ্যমে সিলেট জেলায় শুরু হয়েছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আয়োজন ইজতেমা । এতে অংশ নিয়েছেন বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। তাছাড়া বিদেশি অতিথিরাও উপস্থিত রয়েছেন ইজতেমায়।
সিলেট জেলার ইজতেমায় দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লীরা যোগ দিয়েছেন। শুক্রবার রাত ১২টা পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ইজতেমা স্থলে যোগ দিচ্ছেন।