সিলেটের যেসব এলাকায় আগামীকাল বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন টুকেরবাজার ফিডারের কিছু এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ থাকবে না। কাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- তেমুখি, হাইদরপুর, টুকেরবাজার, শাহপুর, তালুকদার পাড়া, ঘোপাল,কান্দিগাঁও, মোল্লারগাঁও, কাজীরগাঁও, ভগতিপুর, গালমশাহ, জাঙ্গাইল, আউশা, ফতেহপুর, লামাকাজী, সৎপুর, মির্জারগাঁও, পরগনাবাজার, চাঁনপুর, রসুলপুর, নোয়াপাড়া, সাদিপুর ও তদসংলগ্ন এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছেন,‘নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।