ইজতেমায় ময়দানেই শেষ নিঃশ্বাস ত্যাগ আওয়ামীলীগ সভাপতি শেখ মাহমুদ আলীর
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৬, ৯:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ইজতেমায় ময়দানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মাহমুদ আলী। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা ময়দানে জানাযা শেষে তার নিজ বাড়ীর কবরস্থানে দাফন করা হবে।
কাজীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এই আওয়ামী লীগ নেতা স্থানীয় তেলিরাই জামে মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্বে ছিলেন।
দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে পাশে লতিপুর-খিদিরপুর এলাকার চলছে তিনব্যাপি জেলা ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।