শ্রীমঙ্গলে পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে এক পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল শহরতলীর নিজ বাড়ির পাশে গাছের ডালে গলায় নাইলনের রশি পেচানো অবস্থায় দেখে বাড়ির লোকজন। মৃতের নাম পরাগ দেব (৩০) । মৃতের পা মাটিতে থাকা অবস্থায় দেখে এলাকাবাসী পরাগকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে। মৃত পরাগ দেব মাঝেরগাঁও এলাকার প্রদীপ দেব’র পুত্র। সে পরিবহন ব্যবসা করলেও নিজে ট্রাক চালাতেন বলে স্থানীয়রা জানান। পরাগ দেব’র বন্ধু জাহিদ মিয়া, রুহুল আমিন, আল আমিন বলেছে, পরাগ বাড়ির পাশে মাঠে রাত সাড়ে ১১টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলেছে, তাদের ধারনা পরাগকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতে পারে। ঘটনার খবর পেয়ে সকাল ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার এস আই মো: আবুল বাশার জানান লাশটিকে উদ্বার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।