বিদেশ গমন উপলক্ষে শ্রীমঙ্গলে তালামিয নেতা রহিমকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:৩৯ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু: বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম তানভীর কাতার প্রবাসে গমণ উপলক্ষে গণ সংবর্ধনা দেয়া হয়। বুধবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর নুর ফুডস রেস্টুরেন্টে “আমরা ক’জন” এর আয়োজনে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ৩৬০ আউলিয়া স্বৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শাহজান আহমেদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ মোঃ আব্দুল আজিম, শ্রীমঙ্গল শাখা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান। সভাপতিত্ব করেন আলইসলাহ’র সহ সভাপতি ক্বেরামত আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা ও বিভিন্ন ইসলামিক সংগটনের সদস্য ও নেতৃবৃন্দরা।