দীর্ঘ ৩২ বছর পর সিলেটে আজ থেকে শুরু হচ্ছে ইজতেমা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ ৩২ বছর পর সিলেটে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে এই ইজতেমা চলবে ৩১ ডিসেম্বর শনিবার পর্যন্ত। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে অনুষ্ঠিত হবে এই ইজতেমা।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি মসজিদে তাবলীগ জামাতের সাথীরা ইজতেমার দাওয়াতের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। ইজতেমার মাঠে সাড়ে ৯ লক্ষ বর্গফুট পেণ্ডেল নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজও শেষ। ইজতেমায় আগত বিদেশি অতিথিদের থাকার জন্য ৩টি পৃথক ছাউনি নির্মাণ করা হয়েছে। ইজতেমা মাঠে স্থাপন করা হয়েছে ১০টি গভীর নলকূপ। ওজু ও গোসলের জন্য স্থাপন করা হয়েছে ১২টি হাউজ। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুত সর্বরাহের জন্য ২টি অস্থায়ী ট্রান্সমিটার বসানো হয়েছে। পয়ঃনিষ্কাসনের জন্য বসানো হয়েছে ১৮০০টি অস্থায়ী লেট্রিন।
ইজতেমায় নারীদের অংশগ্রহণের কোনো ব্যবস্থা না থাকলেও শেষ দিনে নারীরা যেন দোয়ায় অংশ নিতে পারেন, সে জন্য দোয়ার দিন অতিরিক্ত কিছু মাইক লাগানো হবে।
ইজতেমা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইজতেমা উপলক্ষে এসএমপির স্পেশাল ব্রাঞ্চ এর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ মোতায়ন করা হয়েছে। মাঠে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প ও সাব কন্ট্রোল রুম থাকবে।
এর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে অনুষ্ঠিত হয়েছিল ইজতেমা। টংগীতে প্রতিবছর বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামায় দুইবারে বিশ্ব ইজতেমা পালনের আয়োজন করা হলেও স্থান সংকুলান না হওয়ায় বিভাগ ভিত্তিক ইজতেমার আয়োজন করার নির্দেশ দেন তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বীরা। সে অনুযায়ী সিলেটে আবারো ইজতেমার আয়োজন করা হচ্ছে। দেশের অন্যান্য বিভাগেও পর্যায়ক্রমে ইজতেমার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।