ইজতেমা যাত্রীদের বাস উল্টে নিহত ২ ও আহত ১০
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ইজতেমা যাত্রীদের বাস উল্টে ২ জন নিহত ও আহত হয়েছেন ১০ জন। বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, জকিগঞ্জ থেকে আসা ইজতেমা যাত্রীদের বহনকারী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বাস উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত আরকান আলী (৬৫) কে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত আরকান আলীর বাড়ি বাড়ি জকিগঞ্জের শাহবাগে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের ইজতেমা। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।