বিয়ানীবাজারে লটারীতে বিজয়ী নজরুল
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৮:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডে সদস্য পদে লটারিতে বিজয়ী হয়েছেন নজরুল হোসেন। বুধবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে লটারির মাধ্যমে বিজয়ী হন তিনি।
জানা যায়, বিয়ানীবাজার পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদে নজরুল হোসেন (ক্রিকেট ব্যাট) ও শামীম আহমদ (বেহালা) ২৪টি করে ভোট পাওয়ায় তাদের দুজনের মধ্যে লটারি হয়।
উল্লেখ্য, বুধবার বেলা আড়া্ইটায় ফলাফল ঘোষণার পরক্ষণেই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন নজরুল হোসেন। তাঁর এই আকস্মিক দল ছাড়ার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।